Q. ভারতে জাতীয় দূষণ সংরক্ষণ দিবস কখন পালিত হয়?
Answer: D. 2nd ডিসেম্বর
See More
এই দিনটি স্মরণীয় ভোপাল গ্যাস দুর্ঘটনা-র প্রতি শ্রদ্ধা জানাতে এবং দূষণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি করতে উদযাপিত হয়—যার ঘটনা ঘটেছিল 1984 সালের 2–3 ডিসেম্বর রাতে।
- ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালের 2 রা ডিসেম্বর রাত থেকে শুরু হয়ে 3 রা ডিসেম্বর ভোররাত পর্যন্ত চলেছিল।
- এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ভোপাল শহরে অবস্থিত ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড (UCIL) নামক কীটনাশক কারখানায়, যেখানে মিথাইল আইসোসায়ানেট (MIC) গ্যাস লিক করেছিল।
- এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত, যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং লক্ষাধিক মানুষ আজীবন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
Latest Post

Latest Post is coming soon
Image is coming soon